মা এবং পরিবারের সবার সঙ্গে নিজের জন্মদিনটি উদ্যাপন করার জন্য মুসা ইব্রাহিমসহ আরও অনেকের সঙ্গে নিঝুম দ্বীপে সময় কাটিয়ে আজ বুধবার সকালে ঢাকায় ফিরছেন তৌকীর আহমেদ। তিনি বলেন , 'মা এবং পরিবারের সবার সঙ্গেই দিনটি উদ্যাপন করতে নিঝুম দ্বীপ থেকে ঢাকায় ফিরছি। আশা করছি, পুরোদিনটি ভালোভাবেই কাটবে। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকতে পারি।' এদিকে তৌকীর আহমেদের গর্বিত মা জোবায়দা আহমেদ বলেন, 'ছেলের জন্মদিনে মা হিসেবে শুধু এতটুকুই দোয়া করি ও যেখানেই থাকুক যেভাবেই থাকুক সবসময়ই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহর রহমত যেন সব সময়ই তার ওপর থাকে।'