বিশ্বের সব নারীর জীবনকেই নিজের অনুপ্রেরণা বলে মনে করেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে বলা হয়েছে, মাধুরী তার জীবনের প্রতিটি পদক্ষেপে চারপাশের নারীদের দেখে অনুপ্রাণিত হয়েছেন। মাধুরী অভিনীত নারীকেন্দ্রিক চলচ্চিত্র 'গুলাব গ্যাং'র প্রচারণার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাধুরী। তার অভিনীত চরিত্রের নাম রাজ্জো। মাধুরী বলেন, বিশ্বের প্রতিটি নারীই আমার জীবনের অনুপ্রেরণা। রাজ্জো সমাজের নারীদের একজন প্রতিনিধি। এমন অনেক নারী আছেন যারা তাদের জীবনে অনেক মূল্যবান কাজ করেছেন। আর 'গুলাব গ্যাং' তাদের জন্যই নির্মিত হয়েছে।