জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও এবারের আস্কারের আসরে একটি পুরস্কারও জোটেনি হলিউড অভিনেতা লিওনার্দো ডি-ক্যাপ্রিওর কপালে। এবার অস্কারে অন্তত টাইটানিক তারকা লিওনার্দো অস্কার জিতবেন- এমনটি ধারণা করা হলেও ডালাস বায়ার্স ক্লাব-এ অভিনয় করে পুরস্কারটি জিতেছেন ম্যাথু। লিওনার্দো ডি-ক্যাপ্রিও তার ক্যারিয়ারের প্রথম অস্কার মনোনয়ন পেয়েছিলেন মাত্র ১৯ বছর বয়সে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া সিনেমা হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ'র জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসেবে মনোনীতহন তিনি। এরপর আরও অনেকবার তিনি মনোনয়ন পান। এর মধ্যে পুরস্কারও জেতেন। তবে এবার হয়েছেন হতাশ।