সেরা অভিনেত্রীর অস্কার পেলেন কেট ব্ল্যানচেট। আনন্দের জোয়ারে ভাসতে ভাসতে ডলবি থিয়েটার থেকে চলে গেলেন বাড়িতে। সঙ্গে ঝকঝকে এক পুরুষ। শরীর তার সোনায় মোড়া। সেই পুরুষকে সঙ্গে নিয়েই বিছানায় গেলেন কেট। পাশে অবশ্য কেটের স্বামীও ছিলেন। ভাবছেন সুন্দরী কেট ব্ল্যানচেটের হঠাৎ কি হলো? আসলে সোনার পুরুষ আর কিছুই নয়, অস্কার ট্রফি।
কেট জানিয়েছেন, 'সে এক অসাধারণ অভিজ্ঞতা ৷ সারারাত পাশে ছিল আমার অস্কার। এই মুহূর্তটা সত্যি কোনও দিন ভুলতে পারব না। আই লাভ ইউ অস্কার।'