এবার রাজনীতির মাঠে নামছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এরই মধ্যে বিজেপির টিকিটে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তাবও পেয়েছেন তিনি। প্রীতির দূরসম্পর্কের আত্দীয় বিজেপির জেনারেল সেক্রেটারি রাজীব প্রতাপ রুডি প্রীতিকে দলে টানতে সব রকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। অবশ্য প্রস্তাব পাওয়ার পর তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন প্রীতি। হাতে অনেক কাজ রয়েছে বলে অজুহাত দেখান ৩৯ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। কিন্তু কোনো অবস্থাতেই হাল ছাড়তে রাজি নয় বিজেপি। 'দিল চাহতা হ্যায়', 'কোয়ি মিল গয়া', 'কাল হো না হো', 'ভীর-জারা', 'সালাম নমস্তে', 'কাভি আলবিদা না কেহ না'সহ অসংখ্য ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন প্রীতি জিনতা।