শ্যুটিং-ডাবিং রেখে আগামী কিছুদিন ভোটের জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হচ্ছে কলকাতার সুপারস্টার দেবকে। তবে অন্য কোন প্রার্থীর জন্য ভোট চাইতে নয়, ‘চ্যালেঞ্জ হিরো দেব’ নিজেই প্রার্থী হচ্ছেন আগামী লোকসভা নির্বাচনে। কলকাতাবাসীকে চমকে দিয়ে তরুন এই অভিনেতা তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটের যুদ্ধে নাম লিখিয়েছেন। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ‘ঘাটাল’ আসন থেকে প্রার্থী হিসেবে দেব-এর নাম ঘোষনা করেন মমতা ব্যানার্জি।
পশ্চিমবঙ্গে তৃণমূলের ক্ষমতা ধরে রাখতে শুধু চিত্রনায়ক দেবই (দীপক অধিকারী) নন, মমতা দিদির চমক হিসেবে সঙ্গীতশিল্পী সন্ধ্যা রায় এবং কিংবদন্তী চিত্রনায়িকা সুচিত্রা সেনের কন্যা অভিনেত্রী মুনমুন সেনকেও প্রার্থী করা হয়েছে। এছাড়াও গতবারের বিজয়ী তাপস পাল ও শতাব্দী রায় আবারও প্রার্থী হয়েছেন। নাট্যজগত থেকে প্রার্থী হয়েছেন অর্পিতা ঘোষ। গায়কদের মধ্য থেকে তিনি বেছে নিয়েছেন ইন্দ্রনীল সেন, সৌমিত্র রায়কে। সাবেক তারকা ফুটবলার ভাইচুং ভুটিয়া প্রার্থী হচ্ছেন দার্জিলিং থেকে।
আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। নয় দফার এই নির্বাচনে দেবের আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ই মে। ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনে ৫৪৩ টি আসনের প্রার্থী বেছে নিতে ভোট প্রয়োগ করবে ৮১ কোটি ৪০ লক্ষ জন ভোটার। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী ১৬ই মে।
চলচ্চিত্রজগতের সফল নায়ক দেব দিদি মমতার আস্থার জবাব দিতে কতটা সফল হন তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১২ই মে পর্যন্ত।