মধুচন্দ্রিমা সাধারণত মধুময়ই হয়। তবে তাতে যে তিতা মিঠার ব্যাপারও থাকে তাও তুলে ধরার চেষ্টা করেছেন নাট্যকার মাতিয়া বানু শুকু। তিনি এবার রচনা করেছেন 'তিতা মিঠা মধুচন্দ্রিমা' নামের একটি নাটক। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। এ নাটকেই নবদম্পতি হিসেবে দেখা যাবে মোশাররফ করিম ও শায়না আমিনকে। বিয়ে পরবর্তী মধুচন্দ্রিমার গল্প নিয়েই মূলত এগিয়ে যায় 'তিতা মিঠা মধুচন্দ্রিমা' নাটকের গল্প। এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। মোশাররফ করিম ও শায়না আমিন দ্বিতীয়বারের মতো কোনো নাটকে জুটি হলেন। মোশাররফ করিম বলেন, 'জুবায়েরের কাজের ধরনটা আমার কাছে ভিন্নরকম মনে হয়। সিরিয়াস একজন পরিচালক। খুব ভালো একটি কাজ হয়েছে।' শায়না আমিন বলেন, 'এর আগে মোশাররফ ভাইয়ের সঙ্গে একটি মাত্র নাটকেই কাজ করেছি। তিনি খুব কো-অপারেটিভ। অনেক ভালোলাগা নিয়ে কাজটি করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।'