আর পাঁচটা মায়ের মতোই দিন-রাত তিনি ভেবে চলেছেন সন্তানের কথা। তাদের খিদে পেল কিনা, ঘুম পেল কিনা- এসব নিয়ে তার যত মাথাব্যথা। বলছিলাম হলিউডের বিখ্যাত অভিনেত্রী এবং বিশ্বের অন্যতম সুন্দরী অ্যাঞ্জেলিনা জোলির কথা।
মোট ছয় সন্তানকে নিয়ে ভরপুর সংসার অ্যাঞ্জেলিনার। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অ্যাঞ্জেলিনা জানিয়েছেন, 'আমার মনে হয় আমি সব মায়েদের মতোই এই বিষয়ে ভয় পাই যে ওর সঙ্গে অঘটন ঘটতে পারে। আমরা একটা হোটেলে ছিলাম আর আমি সারারাত ঘুমোতে পারিনি, কারণ আমার চিন্তা হচ্ছিল সিঁড়ির রেলিং খুব নিচু ছিল। অবশ্যই আমি যাদের ভালোবাসি তার সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটার ভয়টাই আমার কাছে সবচেয়ে ভয়।'
এখানেই শেষ নয়, স্বামী পিটকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ জোলি। তিনি জানিয়েছেন 'আমি কখনও ভাবিনি আমার সন্তান হবে, আমি এমনও ভাবিনি যে কোনও দিন প্রেমে পড়ব, আর কোন দিন ভাবিনি আমি আমার জীবনসঙ্গী খুঁজে পাব।'