ভারতীয় অভিনেত্রীরা অভিনেতাদের মতো সমান সংখ্যক চরিত্রে অভিনয়ের সুযোগ পান না। তাছাড়া অভিনেত্রীদেরকে পুরুষের সমান পারিশ্রমিকও দেওয়া হয় না। চলচ্চিত্র অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা অস্ট্রেলিয়ার মেলবোর্নে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের এক স্মরণ সভায় এসব কথা বলেছেন। 'মি. অ্যান্ড মিসেস আয়ার' মুভির পর চলচ্চিত্রের সঙ্গে তার সম্পর্কের অনেক পরিবর্তন ঘটেছে বলেও জানিয়েছেন ৩৪ বছর বয়সী এ অভিনেত্রী।
হলভর্তি দর্শকদের সঙ্গে নিজের বলিউড যাত্রার কথা শেয়ারকালে কঙ্কনা বলেন, মুভিতে অভিনয়ের সব দিক সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছিল 'মি. অ্যান্ড মিসেস আয়ার'।
তার প্রথম মুভি 'ইন্দিরা'তে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের কথা স্মরণ করে কঙ্কনা বলেন, মুভিটিতে অভিনয়ের জন্য একটি ছোট্ট ছেলে খুঁজছিল সংশ্লিষ্টরা। তারা কোনো ছেলে খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত আমাকে বেছে নিল। তারা আমার চুল কেটে ছোট করে মুভিটিতে অভিনয় করালো। এটাই ছিল আমার অভিনয় ক্যারিয়ারের লজ্জাজনক শুরু। আমরা সত্যিই সুবিধাবঞ্চিত। নারীরা পুরুষের মতো সমান সংখ্যক চরিত্র পায় না। তাদেরকে পুরুষের মতো সমান পারিশ্রমিকও দেওয়া হয় না। বেশির ভাগ শিল্পেই এসব বৈষম্য রয়েছে।
উল্লেখ্য, কঙ্কনার প্রথম মুুভি ইন্দিরা ১৯৮৩ সালে মুক্তি পায়।