বিটাউনের ব্ল্যাক বিউটি বিপাশা বসু লন্ডনে গিয়ে তার ফ্যানদের প্রতি একটু বেশি দয়ালু হয়ে পড়লেন। সম্প্রতি এই অভিনেত্রী হরমন বাওয়েজার প্রতি তার প্রেমের কথা শিকার করলেন ফ্যানদের সামনে। শুধু তা-ই নয়, নিজের প্রিয় একটি নেকলেসও উপহার দিলেন এক ভক্তকে৷
বিপাশা লন্ডনে আছেন জেনে তার লন্ডনের ভক্তরা ট্যুইটারের মাধ্যমে নিজেদের উৎসাহ প্রদর্শন করেন। বিপাশাও উৎসাহী হয়ে দেখা করলেন বেশ কিছু ভক্তের সঙ্গে।
বিপাশার টিম বেশ কিছু ভক্তের সঙ্গে যোগাযোগ করে তাদের বিপাশার হোটেলে আসতে বলে। প্রিয় নায়িকার সঙ্গ পেয়ে ভক্তরাও খুব খুশি। জমজমাট আড্ডার সঙ্গে ছবি, অটোগ্রাফ সবই শেয়ার করলেন বিপাশা। এমনকি নিজের একটি প্রিয় নেকলেস উপহার দিলেন এক ভক্তকে।