গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল অভিনেত্রী ফারজানা ছবির বিবাহোত্তর সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. ইনামুল হক, ওয়াহিদা মলি্লক জলি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, দিতি, সুইটি, বিপাশা হায়াত, আজিজুল হাকিম, জিনাত হাকিম, মৌসুমী বিশ্বাস, শোয়েবসহ অর্ধশতাধিক তারকা। ছবি বলেন, 'সবকিছু ভালোয় ভালোয় সম্পন্ন হয়েছে। আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা। আমি সত্যিই খুব ভাগ্যবতী তন্ময়ের মতো একজন মানুষ পেয়ে।'
ছবির বর তন্ময় সরকার ঢাকার কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর। শীঘ্রই ছবি ও তন্ময় মালয়েশিয়ার লাঙ্কাউই, পেনাং যাবেন হানিমুনে।