ফের মুন্নি হচ্ছেন মালাইকা আরোরা খান। তবে আবার মুন্নি সাজার একটা বড় কারণ স্বামী আরবাজ। আরবাজ খানের আপকামিং ফিল্ম 'ডলি কি ডোলি'। আরবাজ চান এই ছবিতে ফের আইটেম ড্যান্স দিয়ে মাতিয়ে দেবেন মালাইকা। সাজিদ-ওয়াজিদের কম্পোজ করা আইটেম গানে দেখা যাবে মালাইকার 'হট' অবতার। নিজের বউকে আইটেম নাম্বারে নাচানোর বিষয়ে আরবাজের উত্তর প্রস্তুত। তিনি জানিয়েছেন, মালাইকা নাকি তার লাকি ম্যাসকট, আর মালাইকা থাকলেই নাকি ছবিতে আলাদা করে গ্ল্যামার যোগ হবে। এই ছবিতে সাইফ আলী খানকে ক্যামিও রোলে দেখা যেতে পারে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন সোনম কাপুর।