ট্যুইটারে সদা উপস্থিতি রয়েছে বলিউড বাদশাহ শাহরুখের খানের। তা নিজের ব্যাপারে হোক বা কোনও ছবির বিষয়ে। ট্যুইট না করে শাহরুখ থাকতেই পারেন না। হয়তো তিনি মনে করেন, ভক্তদের কাছে জনপ্রিয়তা ধরে রাখতে হলে ২৪ ঘণ্টাই থাকতে হবে আপটুডেট।
তবে এবার খবরে থাকার নতুন উপায় নিলেন শাহরুখ। তিনি এখন রোজ ট্যুইট করছেন। ট্যুইটারের মধ্যে দিয়ে অভিনয় শেখাচ্ছেন ভক্তদের।
জানা গেছে, দিনে তিনটে করে অভিনয় নিয়ে টিপস দেবেন শাহরুখ খান। অভিনয়ের এবিসিডি শেখানোর দায়িত্ব এইভাবেই নিয়েছেন তিনি।
অভিনয়ের প্রশিক্ষণটা ট্যুইটার দিয়ে শুরু হলেও এরপর নাকি অভিনয় স্কুল খুলতে পারেন বলিউডের এই বাদশা। তবে স্কুল খুলক বা না খুলক, শাহরুখ থাকবেন চর্চায়, তা বলাই বাহুল্য।