গতকাল ছিল বিশ্ব মা দিবস। মা দিবসে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী শর্মিলী আহমেদ ও চিত্রনায়ক ফেরদৌসের মা আছিয়া আশরাফ। গতকাল দুপুরে ঢাকার মহাখালীস্থ আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালের পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে গর্বিত এই দুই মাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। শিক্ষাবিদ ড. আনিসুজ্জামানের হাত থেকে শর্মিলী আহমেদ ও ফেরদৌসের মা এই বিশেষ সম্মাননা গ্রহণ করেন। মা'কে নিয়ে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফেরদৌস বলেন, 'আমার মা'কে এই বিশেষ সম্মাননা দেওয়ায় হসপিটাল এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।' শর্মিলী আহমেদ বলেন, 'মা দিবসে একটি হসপিটালের এমন চমৎকার উদ্যোগ আমাকে রীতিমতো মুগ্ধ করেছে। হসপিটালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, পরিচালক ডা. আশীষের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। সেই সঙ্গে আজকের এই বিশেষ সম্মাননা আমাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে।'