মা দিবস উপলক্ষ্যে ফেসবুকে মায়ের সঙ্গে বিভিন্ন সময়ের ছবির কোলাজ পোস্ট করেছেন বলিউড অভিনয় সুন্দরী মাধুরী দীক্ষিত। ‘পদ্মশ্রী’ পদক পাওয়া মাধুরীর মা স্নেহলতা দীক্ষিত শাস্ত্রীয়সংগীতে প্রশিক্ষিত গায়িকা।
সম্প্রতি ‘গুলাব গ্যাং’ ছবির একটি গানে মা-মেয়ে কণ্ঠ দিয়েছেন। সৌমিক সেন পরিচালিত ছবিটিতে ঠুমরি-ধাঁচের ‘রাঙ্গি সারি’ গানটিতে কণ্ঠ মেলান তারা। ১৯৬৭ সালে মারাঠি দম্পতি শঙ্কর ও স্নেহলতা দীক্ষিতের ঘরে জন্ম নেন ছয় ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতা এই নায়িকা। চার ভাই-বোনের মধ্যে মাধুরি সবেচেয়ে ছোট।
১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন জনপ্রিয় এই তারকা অভিনেত্রী। উল্লেখ্য, মাধুরীর ভেরিফাইড ফেসবুক পেইজে এক কোটি দশ লাখ লাইকদাতা রয়েছেন।