থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা ইংলাকপন্থী অন্তবর্তী প্রশাসনকে সরানোর জন্য পার্লমেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির সাংবিধানিক আদালত গত সপ্তাহে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতার অপব্যবহারের দায়ে প্রধানমন্ত্রিত্ব থেকে অপসারণ করেন। তবে ইংলাকের দলের লোকেরাই এখন অন্তবর্তী সরকারের দায়িত্বে আছেন। আগামী ২০ জুলাই দেশটির নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে তারা কাজ করছেন বলে জানিয়েছেন।
ইংলাকের অপসারণের পর থেকেই সুথেপ থাগসুবানের নেতৃত্বে সরকারবিরোধীরা ব্যাংককে বিক্ষোভ করছেন। বর্তমান মন্ত্রিসভার পুরোপুরি অপসারণের লক্ষ্যে তারা বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন। বিক্ষোভে তারা নিয়োগকৃত প্রশাসন দিয়ে ইংলাকের বর্তমান মন্ত্রীসভাকে অপসারণের দাবি করছেন।
গত ৬ মাস ধরেই সরকারবিরোধীরা ইংলাকের সরকারের অপসারণের জন্য বিক্ষোভ করছেন। গেলো সপ্তাহে ইংলাক সিনাওয়াত্রার ক্ষমতা থেকে অপসারণকে তারা তাদের জয়ের পথে কিছুটা অগ্রসর হয়েছেন বলে মনে করা হচ্ছে।