'হামসকল' ছবিটিতে তিনটি চরিত্রে অভিনয় করেছেন সাইফ। কমেডি ধাঁচের এই ছবিটি পরিচালনা করেছেন সাজিদ খান। ছবির একটি দৃশ্যে সাইফকে দেখা যাবে দারুণ সেক্সি মেয়ের সাঁজে।
সাইফের এই সেক্সি লুক দেখে কারিনাও তার হাসি থামাতে পারেনি। এই শ্যুটিংয়ের সময় উপস্থিত ছিলেন কারিনা। আর কারিনাকে দেখে সাইফও নাকি নানা মেয়েদের অনুকরণে নানা অঙ্গভঙ্গি করতে থাকেন। একই মেকআপে সাইফের সঙ্গে ছিলেন ঋতেশ দেশমুখ।
এই ছবিতে আরও অভিনয় করেছেন রাম কাপুর, তামান্না ভাটিয়া, বিপাশা বসু। আগামী ২০ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।