একসঙ্গে দুই মেগা ধারাবাহিকে অভিনয় করলেন শম্পা, নওশীন ও হিল্লোল। সম্প্রতি মালয়েশিয়ায় ধারাবাহিক দুটির শুটিং শেষ হয়েছে। নাটকগুলোর শিরোনাম হলো- 'দূরত্ব' এবং 'অভিবাসী'। নাটক দুটি পরিচালনা করছেন যথাক্রমে-তানভীর তনু এবং এহসানুল হক সেলিম। রচনায় ফজলুল করিম। প্রথমটির গল্প গড়ে উঠেছে মুক্তিযুদ্ধকালীন নানা সমস্যাকে ঘিরে। আর দ্বিতীয়টির গল্পে দেখা যাবে শম্পা মালয়েশিয়ায় পড়াশোনা করেন। হাসান মাসুদ সেখানে যান কাজের উদ্দেশ্যে। একসময় দুজনের মধ্যে পরিচয় হয় এবং নানা ঘটনার মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে। নাটকগুলোতে আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, ছবি, অহনা, সাবি্বর, সোহান খানসহ অনেকে। প্রায় এক সপ্তাহ শুটিং শেষে সোমবার ঢাকায় ফিরেছে নাটকের ইউনিট। শিল্পীরা বলেন, ধারাবাহিক দুটোতে কাজ করে খুব মজা পেয়েছি। দর্শক চমৎকার গল্পের দুটো ধারাবাহিক নাটক দেখতে পাবে।