আনকাট সেন্সর পেয়েছে মুহম্মদ মোস্তফা কামাল রাজের তৃতীয় চলচ্চিত্র 'তারকাঁটা'। শনিবার ছবিটি সেন্সর বোর্ড সদস্যরা দেখেছেন। সবাই সম্মিলিতভাবে ছবিটি আনকাট সেন্সর দেওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি ছবিটির ভূঁয়সী প্রশংসা করেন তারা। ৫ মে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়।
সেন্সর ছাড়পত্র পাওয়ার মধ্য দিয়ে শুরু হলো 'তারকাঁটা'র মুক্তির দিন গণনা। ছবিটির কারিগরি কাজের জন্য নির্মাতা রাজ এখন ভারতের মুম্বাই রয়েছেন। ফেসবুকে কথা হলে তিনি বলেন, 'ছবির কারিগরি গুণগত মান উন্নয়নের জন্য আমি এখন মুম্বাইতে। দর্শকের জন্য ভালো কিছু হচ্ছে। সবার জন্য এটা চমক। আর শীঘ্রই ছবির মুক্তির প্রচারণা শুরু হবে। এখন শুধু শুভ দিনের অপেক্ষা। তারপরই শুভমুক্তি।' 'তারকাঁটা'য় অভিনয় করেছেন মৌসুমী, আরেফিন শুভ, বিদ্যা সিনহা মিমসহ অনেকে। এরই মধ্যে 'তারকাঁটা'র অডিও প্রকাশনা হয়েছে জমকালোভাবে। এখানে ছবির কিছু উল্লেখযোগ্য দৃশ্য দেখানো হয়। দৃশ্যগুলো দেখে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন ছবিটি দর্শকের মনে আবেগের ঝিরিঝিরি হাওয়া বইয়ে দেবে। ছবির সব গান তৈরি করেছেন আরফিন রুমী। গেয়েছেন বেবী নাজনীন, কনা, আরফিন রুমী, লিজা, পারভেজ, নওমী, পূজা, খেয়া এবং ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান, মমতা শর্মা ও পলক মুচ্ছাল। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত 'তাঁরকাটা' ছবিটির নির্বাহী প্রযোজক শুক্লা বণিক।