ব্যস্ততা নিয়ে কিছু বলুন।
নজরুল জয়ন্তীতে ব্যস্ততা তো থাকবেই। টিভি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকব আজ। আজ প্রায় প্রতিটি টিভিতে আমার গান ও নজরুলবিষয়ক সাক্ষাৎকার প্রচার হবে।
নজরুলের সৃষ্টি থেকে আসলে আমরা কী নিতে পারি?
নজরুল অসাম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অসাম্য অনাচারের বিরুদ্ধে কথা বলে নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু সময়ের কণ্ঠস্বর হিসেবে জেগে উঠেছেন। নজরুলের বাণী চিরকালীন সত্য। নজরুলের চেতনায় জেগে ওঠার সময় এসেছে। সব অন্যায় অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের পাশে আছেন।
উপস্থাপনা করতে কেমন লাগে?
আমি অনেকটা শখের বশে উপস্থাপনা করছি। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলের প্রডিউসারদের অনুরোধের কারণেও উপস্থাপনা করতে হচ্ছে। তবে নজরুলের জন্ম ও মৃত্যুবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানগুলো নিজের ইচ্ছা থেকেই উপস্থাপনা করছি। আমার যতদূর মনে পড়ে, কাজী নজরুল ইসলামের বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান 'নীল পায়রার গান'র প্রথম উপস্থাপনা করেছিলাম।
মাঝে নজরুলের একটি নাটকে অভিনয় করছেন।
আসলে অভিনয়টা আমার কাছে অনেক কঠিন বিষয় মনে হয়। তারপরও মাঝে-মধ্যে অভিনয় করছি। বিশেষ কিছু নাটকের বিশেষ চরিত্রের জন্য আমাকে ডাকা হয়। বিশেষ করে নজরুলের কিছু নাটকে একান্ত বাধ্য হয়েই অভিনয় করছি। সবাই মনে করেন নজরুলসংগীত গাই বলে নজরুলের নারী চরিত্রগুলো আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। তবে অভিনয়কে কখনো পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা নেই। আমি গানের মানুষ। আমৃত্যু গান গেয়ে যেতে চাই।
এ প্রজন্মের কাছে নজরুলসংগীতের প্রচার-প্রসারের জন্য কী করা প্রয়োজন?
নজরুলের গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় হলো পৃষ্ঠপোষকতার অভাব। দুঃখজনক হলেও সত্য, নজরুল সংগীতের জন্য পৃষ্ঠপোষক সেভাবে পাওয়া যায় না। ফলে এখন দেশে ভালো মানের নজরুলসংগীতের অ্যালবাম প্রকাশিত হচ্ছে না। পৃষ্ঠপোষকদের বেশি বেশি নজরুল সংগীতের অ্যালবাম বের করার জন্য এগিয়ে আসতে হবে। তবে আশার কথা হলো, শত বাধা সত্ত্বেও অনেক শিল্পীই নজরুলকে নিয়ে কাজ করছেন।
শিল্পী হিসেবে নজরুলের গানের মূল্যায়ন করুন।
নজরুলকে অল্প কথায় মূল্যায়ন করা খুবই দুরূহ ব্যাপার। কাজী নজরুল ইসলাম একজন অলৌকিক মানুষ ছিলেন। নতুবা মাত্র ১৩ বছরের কর্মময় জীবনে তিনি কি করে এই বিশাল পরিমাণ কাজ করে যেতে পেরেছেন! তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী একজন মানুষ। তা না হলে, এমন অসাধারণ সব কবিতা আর গান তিনি কীভাবে রচনা করে গেছেন! নজরুল তার গানে বাণী আর সুরের এমন সমন্বয় ঘটিয়েছেন, যা আর কোনো গীতিকবি বা সংগীতজ্ঞের পক্ষে সম্ভব হয়নি। তিনি তার গানগুলোতে রাগ ও সুরের মিশ্রণের পাশাপাশি বহু ভাষারও মিশ্রণ ঘটিয়েছেন। বাংলার পাশাপাশি আরবি, ফার্সিসহ নানা ভাষার শব্দ সুনিপুণভাবে ব্যবহার করেছেন। তার রাগপ্রধান গানগুলোর বাণী অনেক শক্তিশালী। গানগুলোতে তিনি রাগ ও সুর নিয়ে খেলা করেছেন। নজরুল আমার হৃদয়ে বসবাস করছেন। যতদিন বাঁচব তার সাধনাতেই আত্দনিয়োজিত থাকব। - আলী আফতাব