বলিউড অভিনেত্রী সোহা আলী খান ঢাকায় এসেছেন। একটি ফ্যাশন শোতে অংশ নিতে তার এ ঢাকা সফর। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিমানে চড়ে মুম্বাই থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি।
ওইদিন সন্ধ্যায় পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে 'পন্ডস প্রেজেন্টস দ্য লাস্টট্রস রানওয়ে' শিরোনামে আয়োজিত ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে উপস্থিত থেকেছেন সোহা। বলিউড অভিনেত্রী সোহা আলী খানের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন ইনফিনিটি ইভেন্টসের চেয়ারম্যান কারিশমা খান।
কারিশমা খান বলেন, 'ডিজাইনারদের জন্য একটা প্লাটফর্ম তৈরির লক্ষ্যে দুই বছর ধরে আমরা 'দ্য লাস্টট্রস রানওয়ে' শিরোনামে একটি ফ্যাশন শোর আয়োজন করছি। দেশের জনপ্রিয় মডেলদের পাশাপাশি দেশের বাইরের মডেলরাও এখানে অংশ নেন। এবারের অনুষ্ঠানে ডিজাইনারদের উৎসাহ দেয়ার জন্য আমরা সোহা আলী খানকে আমন্ত্রণ জানিয়েছি।'
এছাড়া সোহা ঢাকায় বিশেষ এক ডিনারেও অংশ নেন।