বলিউডের জন আব্রাহামের আপকামিং মুভি ‘রকি হ্যান্ডসাম’ খুব তাড়াতাড়িই মুক্তি পেতে যাচ্ছে। এতে একেবারে নতুন এক নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। মুভিটিতে জনের বিপরীতে অাছেন ব্রাজিলিয়ান মডেল নাতালিয়া কৌর। ব্রাজিলে থাকলেও নাতালিয়া একজন ভারতীয়। প্রায় ১৪ বছর বয়স থেকেই মডেলিং করছেন তিনি। ২০১২ সালে কিংফিশার ক্যালেন্ডার হান্ট জিতেছেন।
নাতালিয়া বলিউডের খুব চেনা মুখ না হলেও তার কাছে বলিউড নতুন নয়। ২০১২ সালে রাম গোপাল বর্মার 'ডিপার্টমেন্ট' মুভিতে একটি বোল্ড আইটেম নম্বর করেছিলেন তিনি। এছাড়া একই বছর 'কন্নর' নামে একটি মুভিতে অভিনয় করেছেন। জনের নতুন এই মুভি ‘রকি হ্যান্ডসাম’ প্রযোজনা করছেন নিশিকান্ড কামত। নিশিকান্ড এর আগেও জনের সঙ্গে ‘ফোর্স’ মুভিটি বানিয়েছিলেন।
‘রকি হ্যান্ডসাম’ মুভিতে নাতালিয়ার চরিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানা যায়। তবে জনের সঙ্গে এই মুভি দিয়েই বলিউডে পা রাখছেন নাতালিয়া। এবার দেখার বিষয়, ব্রাজিলিয়ান এই সুন্দরী বলিউডের বাকি নায়িকাদের পেছনে ফেলতে পারেন কিনা।