বলিউডের নায়িকারা একের পর এক নগ্ন ভিডিওর কবলে পড়ছেন। এতে তাদের দীর্ঘদিনের খ্যাতির বিড়ম্বনা ঘটছে। এবার ডিজিটাল ম্যানুপুলেশনের শিকার হলেন অভিনেত্রী হানসিকা মোতয়ানি। সম্প্রতি নগ্ন স্নানের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ২৩ বছর বয়সী এ দক্ষিণীকন্যা।
অনেকের কথায় দুষ্টচক্রের শিকার হানসিকা। ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তার মতোই দেখতে এক তরুণীর নগ্ন স্নানের ভিডিও। ফেসবুক, হোয়াটস্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে ভিডিওটি। তারকা অভিনেত্রীর সম্ভ্রম নিয়ে এই নোংরা খেলা উদ্দেশ্যমূলক কিনা, তা বোঝা যাচ্ছে না। তবে এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন যে কেউ। তাই নীতিগত দিক থেকে সবাইকে সচেতন হতে আহ্বান করেছেন বলিউডের রথী মহারথীরা।
ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন শিশুশিল্পী হানসিকা। 'কোয়ি মিল গ্যায়া' খ্যাত এই অভিনেত্রী ২০০৪ সালে 'জাগো' ছবিতে রাভিনা টেন্ডন ও মনোজ বাজপেয়ীর কন্যার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। তিন বছর পরে ২০০৭ সালে হিমেশ রেশামিয়ার 'আপ কা সুরুর' ছবিতে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। অবশ্য বলিউডে তেমন সফল না হলেও তেলেগু ও তামিল ছবিতে শীর্ষস্থানীয় নায়িকা হানসিকা মোতয়ানি।