বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীদের জীবনের গল্প নিয়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালনা করলেন ধারাবাহিক নাটক 'দোস্ত দুশমন'। আজ থেকে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি। 'দোস্ত দুশমন' লিখেছেন রাজ নিজেই। অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, কাজী আসিফ, শবনম ফারিয়া, তৌসিফ মাহবুব, সোনিয়া হোসেন, তাসনুভা তিশা, জেনি, জয়শ্রী কর জয়া, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, বন্যা মির্জা, সাজু খাদেম, শামীমা নাজনীন, ডিকন নূর। নাটকের শীর্ষ সংগীতের সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় খান। এর কথা লিখেছেন জনি হক। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান, সুজন আরিফ ও সামি।