আগামী মে মাসেই সন্তানের মা হবার শুভ সংবাদটি দিতে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী সারিকা। এজন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সারিকা বলেন, 'মাহিমের পরিবারের সবাই আমার খুব যত্ন নিচ্ছে। মে মাসের শেষে সবাইকে শুভ সংবাদটি দিতে পারবো বলে মনে করছি। এজন্য নানা আয়োজন চলছে। কেনাকাটার পাশাপাশি আমার জন্য বেবি শাওয়ার এর অনুষ্ঠানও হয়েছে। এতে মাহিমের পরিবারের ঘনিষ্ঠজনরা বিভিন্ন ধরনের খাবার আমার মুখে তুলে দেন ও অভিনন্দন জানান। আমি অনেক খুশি।'
মডেলিং এবং অভিনয় দিয়ে অল্প সময়ে সবার নজর কাড়েন সারিকা। বছর দুয়েক আগে শুটিং থেকে বিরতি নিয়ে গত বছরের আগস্ট মাসে ব্যবসায়ি মাহিম করিমকে বিয়ে করেন। এবার তিনি মা হতে যাচ্ছেন।
সারিকা বলেন, প্রত্যেকে আমাকে ও মাহিমকে অনেক ভালোবাসেন। সকলের নিকট আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া চাইছি।
২০০৬ সালে মডেলিংয়ে পা রাখেন সারিকা, অভিনয়ে আসেন ২০১০ সালে। বর্তমানে পরিবার নিয়েই ব্যস্ত আছেন এ অভিনেত্রী। অভিনয়ের ব্যাপারে আগামীতে বেছে বেছে দু'য়েকটা কাজ করার ইচ্ছার কথা জানান সারিকা।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ