২০০৯ সাল থেকে ২০১৫- এতদিন কিভাবে বিয়ের খবর চেপে রাখলেন?
আসলে এটা বয়সের ভুল। ২০০৯ সালে বিয়ে করি। তখন তো মাত্র চলচ্চিত্রে হামাগুড়ি দিয়ে চলছি। বয়সও কম। তাই কিছু মানুষ বুদ্ধি দিলো, বিয়ের খবর প্রকাশ না করতে। ক্যারিয়ারের নাকি ক্ষতি হবে। আমি পড়ে গিয়েছিলাম গভীর চিন্তায়। আমার স্ত্রী আয়েশার সঙ্গে শেয়ার করলাম। ও নিজেও আমাকে একই কথা বলল। কারণ ও পড়াশোনা করছিল। সবমিলিয়ে চেপেই রেখেছি।
নায়িকারা নাকি বিয়ে-প্রেম লুকিয়ে রাখে। নায়করাও?
হা হা হা... না, নায়িকাদের মতো বিয়ের খবর চেপে রাখা একেবারেই ঠিক হয়নি।
কিন্তু এতগুলো বছর! কষ্ট হয়নি?
কষ্ট তো হয়েছেই। জীবনের এতবড় ঘটনা চেপে রাখা তো কষ্টেরই বিষয়। কিন্তু আজ-কাল-পরশু করে লেট হয়ে গেল। আমি আমার সম্পর্কের বিষয়ে শতভাগ অনেস্ট। তাই দেরিতে হলেও প্রকাশ করেছি।
কি মনে করে প্রকাশ করলেন?
আর পারছিলাম না। মানসিক অশান্তিতে ভুগছিলাম। আমার সংসার আমার প্রাণের চেয়েও প্রিয়। তাদের বিষয় চেপে রাখা মানে তাদের ঠকানো। যাদের এত ভালোবাসি তাদের কেন লুকিয়ে রাখব! খুব অস্থির হয়ে যাচ্ছিলাম। স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হচ্ছিল। তাই আমাদের ম্যারেজ ডেতেই খবরটি প্রকাশ করলাম।
আপনারা কি ভালোবেসে বিয়ে করেছিলেন?
হ্যাঁ। কিন্তু বিয়ের আয়োজন পারিবারিকভাবেই হয়েছিল। আমি আর আয়েশা ইসলামের সম্পর্ক অনেকদিনের ছিল। ভালোবেসে বিয়ে করেছিলাম বলেই হয়তো আমার স্ত্রী এতদিন সব নীরবে মেনে নিয়েছে।
আপনাদের ঘরে কোনো অতিথি এসেছে?
হ্যাঁ। আমাদের দুটো সন্তান রয়েছে- সামিন আর শায়ান। মোট চার সদস্যের ব্যাটেলিয়ন। সুখে আছি আমরা। সবাই দোয়া করবেন।
কাজের খবর কি?
ভালো। সব ঠিকঠাক চলছে। 'পদ্মপাতার জল' ছবিটির কাজ শেষ করলাম। আমার ধারণা খুব দুর্দান্ত একটি ফিল্ম হয়েছে। আমি এ ছবিটি নিয়ে দারুণ আশাবাদী।
* শোবিজ প্রতিবেদক