দিবাকর ব্যানার্জির সাম্প্রতিক ছবি 'ব্যোমকেশ বক্সির মাঝে ভিন্ন কিছু খুঁজে পেয়েছেন স্বস্তিকা ব্যানার্জি। তিনি সবসময় এমন ছবি করতে চেয়েছিলেন যা অনেক অর্থপূর্ণ হবে। আর সেদিক থেকে এই ছবিটি তার আশাবাদকেও ছাড়িয়ে গেছে, জানান স্বস্তিকা। তিনি বলেন, আমার ক্যারিয়ারের শুরু টেলিভিশন দিয়ে। এ ছাড়াও বহু বাণিজ্যিক সিনেমা করেছি আমি। আর যদি বলিউডে পা বাড়াই, তবে অবশ্যই অর্থপূর্ণ সিরিয়াস ছবি করতে চাই। কিন্তু বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন যুগের শুরু হয়েছে। আর তখন থেকেই আমি গতানুগতিক বাণিজ্যিক ছবি করা ছেড়ে দিয়েছি। নতুন যুগের গভীর অর্থপূর্ণ একটি ছবি ব্যোমকেশ বক্সি এতে অভিনয় করে আমি সত্যিই গর্বিত। এর চেয়ে বড় কিছু আমি কখনো আশা করিনি। ছবিটির নির্মাতারা কলকাতায় এসে স্বস্তিকার অডিশন নিয়েছেন। আর তার পরই এতে সুযোগ পেয়ে যান স্বস্তিকা। আর তাই বেশ উচ্ছ্বসিত তিনি।