বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরার কণ্ঠে এবার নববর্ষের গান। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান। গানের কথা হচ্ছে- 'চৈত্রের শেষ রাত্রি পেরিয়ে, মলিন শয্যা তুলে/তোমার আসার আশায়, আমার হৃদয় দিলাম খুলে/এসো তুমি, এসো হে নবীন'। বিশ্বজিৎ রায়ের সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। ফাতেমা-তুজ-জোহরার কণ্ঠে গানটি বিটিভির বৈশাখের একটি বিশেষ অনুষ্ঠানে প্রচার হবে।
ফাতেমা-তুজ-জোহরা বলেন, 'নতুন এ গানটির কথা, সুর-সংগীত খুবই চমৎকার হয়েছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।' বৃহস্পতিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটি বিটিভিতে পহেলা বৈশাখে সন্ধ্যায় প্রচার হবে। এ ছাড়া বৈশাখের আরও কয়েকটি টিভি অনুষ্ঠানে গান গাইবেন ফাতেমা-তুজ-জোহরা। এ অনুষ্ঠানগুলোতে বেশ কিছু নতুন গান পরিবেশন করবেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ফাতেমা-তুজ-জোহরা আরও বলেন, 'বৈশাখে এটিএন বাংলা ও বাংলাভিশনের লাইভ সংগীতানুষ্ঠানে আমার গান গাওয়ার কথা রয়েছে। এ দুটি অনুষ্ঠানে আমার পছন্দের ও ভক্ত-শ্রোতাদের অনুরোধের গানগুলো গাইব। পাশাপাশি এতে আমার অপ্রকাশিত কিছু গান গাওয়ারও পরিকল্পনা রয়েছে।'
বর্তমানে ফাতেমা-তুজ-জোহরা নতুন গান তৈরির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। জানা গেছে, ইতিমধ্যে বেশ কয়েকটি নতুন গান তৈরি করেছেন তিনি। এ তালিকায় আধুনিক গানও রয়েছে। খুব শিগগিরই গানগুলো তিনি অনলাইন কিংবা মুঠোফোনে প্রকাশ করবেন।