পর্নো জগৎ থেকে বলিউডে আসা তারকা অভিনেত্রী সানি লিওনকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। বলিউডে অন্য সব দাপুটে অভিনেতার চেয়ে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয় সানির জীবন কাহিনী- এ বিষয়টি অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করে তার জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণে আগ্রহী হন ফটোসাংবাদিক দিলীপ মেহতা। আগামী বছর যুক্তরাষ্ট্রে 'সানডেন্স ফিল্ম ফেস্টিভ্যালে' সানি লিওনের জীবন নিয়ে নির্মিত এ তথ্যচিত্রটি প্রথমবারের মতো প্রদর্শন করা হবে। সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার তথ্যচিত্রের বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যচিত্রটিতে সানি ও আমার জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। আমাদের নিয়ে ১৮ মাসেরও বেশি সময় দিলীপ মেহতা তথ্যচিত্রটির কাজ করেছেন। সানডেন্স ফেস্টিভ্যালে এটি প্রদর্শিত হবে। ১৯৮১ সালের ১৩ মে কানাডার সারনিয়া অন্টারিও শহরে পাঞ্জাবি বাবা-মার ঘরে জন্ম নেন করেনজিত কউর ভোহরা। ওই করেনজিতই এখন মডেল-তারকা সানি লিওন। পড়াশোনা করার সময় তার এক বান্ধবী তাকে এক ফটোসাংবাদিকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে তিনি পর্নো জগতে প্রবেশ করেন।