বলিউড বাদশাহ শাহরুখ খান নাকি পৃথিবীর দ্বিতীয় ধনী অভিনেতা। সম্প্রতি, ওয়েলথ এক্স (পৃথিবীর সেরা আলট্রা হাই নেট ওয়ার্থ ইন্টেলিজেন্স ফার্ম)-এর প্রকাশিত প্রতিবেদনে হলিউড এবং বলিউডের সবচে' ধনী ১০ জনের নামের তালিকা রয়েছে। এতে দ্বিতীয় স্থানে শাহরুখ খানের নাম রয়েছে। এর আগে ভারতের আর কোনো অভিনেতা এই তালিকায় জায়গা নিতে পারেনি।
প্রতিবেদনে অনুযায়ী কিং খানের সম্পত্তির মূল্য বর্তমানে ৬০০ লক্ষ মার্কিন ডলারের কাছাকাছি। শুধু অভিনেতা হিসেবেই নয় প্রযোজক এবং আইপিএল টিমের মালিক হিসেবেও যথেষ্ট সাফল্য অর্জন করেছেন তিনি।
তালিকার শীর্ষে আছেন কমেডিয়ান জেরি সেইনফেল্ড। তার সম্পত্তির মূল্য আনুমানিক ৮২০ লক্ষ মার্কিন ডলার। শাহরুখের পরে তৃতীয় স্থানে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। তার সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪৮০ লক্ষ মার্কিন ডলার।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৫/ রশিদা