আপাতত চলচ্চিত্রকে 'না'। এখন আইজেনকে নিয়েই থাকতে চাই। ওর বেড়ে উঠতে মা হিসেবে যথাযথ ভূমিকা রাখতে চাই। ওর পরিচর্যায় কোনো ঘাটতি রাখতে চাই না। এমনটাই জানালেন অভিনেত্রী শাবনূর।
২০১৩ সালে অস্ট্রেলিয়ায় পুত্র আইজানের জন্মের পর গত বছরের সেপ্টেম্বরে দেশে ফিরেন তিনি। কথা ছিল আবার অভিনয়ে ব্যস্ত হবেন তিনি। চলচ্চিত্র পরিচালনাও করবেন। কিন্তু এক বছর পার হয়ে গেলেও অভিনয় বা নির্মাণের কোনো খবর নেই। জনসম্মুখেও আসেন না তিনি। শুধু সম্প্রতি হয়ে যাওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তাকে ভোট দিতে আসতে দেখা যায়। শাবনূর বলেন, 'আইজান আমার জানের জান। ওকে অন্য কারও কাছে রেখে অভিনয় বা নির্মাণে যাব এ কথা ভাবতেই পারি না। ও আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। ও যখন বুঝতে শিখবে তখনই পর্দায় ফিরব। আপাতত ছুটি।' ২০১৩ সালে শাবনূর অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি হলো 'কিছু আশা কিছু ভালোবাসা'।