চতুর্থবারের মতো নতুন চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে আসছেন বাপ্পী-অাঁচল। আগামীকাল মুক্তি পাচ্ছে এই জুটির 'গুণ্ডা' ছবিটি। নির্মাণ করেছেন যুগল পরিচালিক ইস্পাহানি আরিফ জাহান। অ্যাকশন রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রে দুজনই অনবদ্য অভিনয় করেছেন বলে জানালেন পরিচালিক ইস্পাহানি আরিফ জাহান। প্রায় আট বছর পর তারা নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন। এই পরিচালক যুগল সর্বশেষ ২০০৭ সালে নির্মাণ করেছিলেন ইমন ও অপু বিশ্বাসকে নিয়ে 'এক বুক ভালোবাসা' চলচ্চিত্রটি।
'গুণ্ডা' ছবির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, সংলাপ রচনা করেছেন ছটকু আহমেদ। চলচ্চিত্রটি নিয়ে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বলেন, 'এই চলচ্চিত্রে দর্শক আমার অভিনয়ে এবং আমার গেটআপে নতুনত্ব পাবেন। আমার অভিনয়েও আগের চেয়ে ভিন্নতা পাবেন। একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছি যা দর্শককে মুগ্ধ করবে। দর্শকের কাছে অনুরোধ আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন।'
অাঁচল বলেন, 'এটি চলতি বছরে আমার মুক্তির দিক দিয়ে দ্বিতীয় চলচ্চিত্র। বাপ্পীর সঙ্গে আমার রসায়নটা সবসময়ই অন্যরকম। বাপ্পী আমার খুউব ভালো একজন বন্ধু। আমাদের দুজনের আন্তরিক অনবদ্য অভিনয় দর্শকের ভালো লাগবে।'
এদিকে বাপ্পী ও অাঁচল আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন।