নতুন জুটি মানেই চমক দেওয়া রসায়ন। আর বহুদিন পর সেটাই দেখতে যাচ্ছে বলিউড ভক্তরা। ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা। নতুন পরিচালক নিত্য মেহরার অভিষেক ছবির নামটা এখনো জানা যায়নি। তবে আয়োজন দেখে বোঝা যায়, একটা কিছু হতে যাচ্ছে ছবিটি। কারণ সিদ্ধার্থের কাছে যাওয়ার আগে আমির খান ও হৃত্বিক রোশনকে নায়ক হিসেবে চেয়েছিলেন নিত্য। কিন্তু সবাইকে বাদ দিয়ে নিয়েছেন সিদ্ধার্থকে। এটাকেই চমক মনে করছেন সবাই।