বলিউড তারকা সালমান খান এবার নতুন করে ঝামেলার মধ্যে পড়েছেন। একে তো মামলা তার ওপর আবার ঝামেলা। সালমানের বিরুদ্ধে শারীরিক হেনস্থার মামলা করেছিলেন এক সমাজকর্মী। এখন সেই মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন বম্বে হাইকোর্টের ম্যাজিস্ট্রেট এ ডি লোখান্ডে।
সমাজকর্মী রবীন্দ্র দ্বিবেদী অভিযোগ করেন, গত নভেম্বর মাসে মুম্বই বিমানবন্দরে তাকে শারীরিকভাবে হেনস্থা করেন সালমন। তিনি জানিয়েছেন, আমার কাছে বর্ষীয়ান বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের মৃত্যু সংক্রান্ত প্রয়োজনীয় কিছু নথি ছিল। সালমন আমার কাছে থেকে সেইসব নথি কেড়ে নেওয়ার জন্য বডিগার্ডদের নির্দেশ দেয়। ওর বডিগার্ডরা আমার কাছ থেকে সেইসব নথি কেড়ে নেয়।
এদিকে দ্বিবেদীর করা মামলার যথেষ্ট ভিত্তি থাকায় বিমানবন্দর থানা পুলিশকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট লোখান্ডে। জি নিউজ।
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল, ২০১৫/ রোকেয়া।