সম্ভবত ৫৬ বছর বয়সে মাথায় গোলমাল দেখা দিয়েছে ম্যাডোনার। এমনই মনে করছেন অনেকে। এমনিতেই কিছু দিন আগে মঞ্চে এক র্যাপারকে জোর করে চুমো খেয়ে সমালোচিত হয়েছেন। আবার সেদিন আরেক অনুষ্ঠানে সবার নজরে পড়ে গেলেন। লোয়ার ম্যানহাটনে এক অনুষ্ঠানে এসেছিলেন ম্যাডোনা। অনুষ্ঠানের আয়োজন হয় এইডস চিকিৎসায় তহবিল গঠনের জন্য।