অভিনয় দিয়ে নিজের ঝুলিতে ভরেছেন অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, এবার সেলফি তুলেও বিশাল কীর্তি গড়লেন বলিউড কিং শাহরুখ খান।
সম্প্রতি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সংগীত তারকা জেইন মালিকের সাথে একটি সেলফি তুলেন শাহরুখ। পরে সেটা টুইটে পোস্ট করেন তিনি। আর সাথে সাথে অন্তর্জালে উঠে আলোচনার ঝড়। তারকা জেইন পাকিস্তানি হওয়ার ফলে শাহরুখের সমালোচনাও হয়েছে বিস্তর। তবে সবকিছু ছাপিয়ে শাহরুখের টুইট করা ছবিটি এক বিরল রেকর্ড করে ফেলেছে। এরই মধ্যে ভারতে সবচেয়ে বেশিবার রিটুইট হওয়া ছবির রেকর্ড গড়েছে এই সেলফি।
গত ১৭ এপ্রিল পঞ্চম এশিয়ান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহরুখ খানের সাথে সাক্ষাৎ হয় সংগীত তারকা জেইনের। আর তখনই শাহরুখ সেলফিটা তুলে টুইট করেন। গত চারদিনে ছবিটি সোয়া লাখের বেশিবার রিটুইট হয়েছে। ১ লাখ ৬০ হাজার জন টুইটারে পছন্দ করেছে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৫/মাহবুব