একটি জুয়েলারী সংস্থার জন্য করা তার বিজ্ঞাপনে বর্ণবৈষম্য ও শিশুশ্রমের মতো বিষয়কে ইন্ধন দেওয়ার অভিযোগে তোপের মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। কয়েকদিন আগেই কল্যাণ জুয়েলার্সের দূত হিসেবে ওই বিজ্ঞাপনে অংশ নেন অ্যাশ। আর তারই একটি ছবি পত্রিকায় প্রকাশিত হয়।
পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা যায়, ঐশ্বরিয়া গয়না পরে সেজেগুজে বসে রয়েছেন, আর তারই মাথার ওপর ছাতা ধরে রেখেছে একটি রোগা-কালো ছেলে। এ থেকেই যত শিশুশ্রম ও বর্ণবাদ সংক্রান্ত সমালোচনার রোষাণলে পড়তে হয় এই অভিনেত্রীকে। যদিও কল্যাণ জুয়েলার্স ও ঐশ্বরিয়ার পক্ষ থেকে জানানো হয়, ছবিটি পরে বাদ দিয়ে দেয়া হয়েছে। কিন্তু তারপরেও ঐশ্বরিয়া এখনো এই সমালোচনার হাত থেকে রেহাই পাননি।
এ প্রসঙ্গে ঐশ্বরিয়া রাই বলেছেন, বিজ্ঞাপনের পুরোটাই বিজ্ঞাপনী সংস্থার ভাবনা। সেই অভিযোগের নিরিখে বৃহস্পতিবার ওই বিজ্ঞাপনটিই সরিয়ে নিল জুয়েলারী সংস্থা।
অন্যদিকে, জুয়েলরী সংস্থার তরফে জানানো হয়েছে, রাজকীয় আভিজ্যাত্য প্রকাশের কথা বোঝাতে গিয়েই এরকম বিজ্ঞাপনের কথা ভাবা হয়েছিল। কিন্তু সমাজের পক্ষে তার ক্ষতিক্ষর প্রভাবের কথা তারা বুঝেছেন এবং সে জন্য দুঃখ প্রকাশও করেছেন। তাঁদের ক্যাম্পেন থেকে এই ক্রিয়েটিভটি সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে জুয়েলারী সংস্থার তরফে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৫/মাহবুব