ইমন চলচ্চিত্রে পুরনো। লাক্স তারকা প্রসূন আজাদ চেষ্টা করছেন বড়পর্দায় ক্যারিয়ার গড়তে। এ দুই তারকা জুটি হয়ে অভিনয় করছেন একটি ছবিতে। শিরোনাম 'অচেনা হৃদয়'। রোমান্টিক-অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত ১৭ এপ্রিল। কিন্তু সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় ছবিটি মুক্তি পায়নি। বর্তমানে ২২ মে মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। আর ওইদিনই এই নতুন জুটিকে দেখতে পাবেন দর্শক। ত্রিভুজ প্রেমের গল্পের এ ছবিতে আরও অভিনয় করেছেন নবাগত এ বি এম সুমন। আর ছবিটি পরিচালনা করেছেন এস আই খান। তিনি জানান, এবার ২২ মে আমরা ছবিটির মুক্তির নতুন তারিখ নির্ধারণ করেছি। আশা করছি, রোমান্টিক অ্যাকশননির্ভর এ ছবিটি দর্শকদের পছন্দ হবে।
এদিকে ছবিটি নিয়ে দারুণ আশাবাদী ইমন-প্রসূন। তারা দর্শকের কাছে অনুরোধ করেছেন ছবিটি হলে গিয়ে দেখার জন্য। বিমুখ হবে না কেউ।
রোমান্টিক ও মেলোডি ধাঁচের এ ছবিতে মোট ৬টি গান রয়েছে। এসব গানের কথা লিখেছেন ওয়াহিদ বাবু ও পিন্টু ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল খান ও পিন্টু ঘোষ। গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, নওমী, সুকন্যা, শামীম ও ইভা।