প্রয়াত হলিউড অভিনেতা পল ওয়াকারের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার গাড়িটি আগামী মে মাসে নিলামে তোলা হবে। এসশোবিজ ডটকমের একটি প্রতিবেদনে বলা হয়েছে নিলামটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার ইন্ডিয়ানাপোলিশ নামক স্থানের মেকাম অকশনে। আগামী ১২ এবং ১৭ মে নিলামটি অনুষ্ঠিত হবে।
২০০১ সালে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার কিছু দৃশ্যে ব্যবহার করা হয়েছিল গাড়িটি। এর মধ্যে স্মরণীয় ছিল সিনেমার শেষ অংশে পল ওয়াকার এবং ভিন ডিজেলের রেসিংয়ের সময় ট্রেনের সামনে দিয়ে গাড়ি চালিয়ে পার হওয়ার দৃশ্যটি। সে সময় পল গাড়িটি ব্যবহার করেছিলেন।
সিনেমায় গাড়িটির সঙ্গে নাইট্রাস-অক্সাইডের কয়েকটি বোতল যুক্ত অবস্থায় দেখানো হয়েছিল। কিন্তু নিলামে সেগুলো যুক্ত থাকবে না। ধারণা করা হচ্ছে গাড়িটি নিলামে ২ লাখ মার্কিন ডলারে বিক্রি হবে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৫/ এস আহমেদ