কাছাকাছি সময়ে রুপালি জগতে এসেছেন দুজনই। অভিনয়ও করেছেন অনেক ছবিতে। তবে এগুলো সবই ছিল আলাদাভাবে। এখনো ফিল্মপাড়ার একই ফ্রেমে ধরা দেননি কোনো ছবিতে। তবে এবার কাজ করতে যাচ্ছেন এক ছবিতে। যাদের কথা বলছি তারা হলেন আরেফিন শুভ ও ববি। প্রথমবারের মতো তাদের একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। পরিচালক ইফতেখার চৌধুরীর একটি ছবিতে কাজ করবেন তারা। জানা গেছে, এর চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। সাইকো থ্রিলারধর্মী গল্প এটি। এ ধরনের গল্প নিয়ে কাজ করার ইচ্ছা ছিল ইফতেখার চৌধুরীর। অবশেষে এ গল্পটি পছন্দ হওয়ায় ছবি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 'ব্রিকলেন এন্টারটেইনমেন্টে'র প্রযোজনায় ছবিটির কাজ চলতি বছরের শেষার্ধে শুরু হতে পারে বলে জানা গেছে। এ জুটিকে দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন বোদ্ধারা। তাদের মতে, শুভর একটি আলাদা দর্শক সৃষ্টি হয়ে গেছে। ইতিমধ্যে তার সদ্যমুক্তি পাওয়া 'ছুঁয়ে দিল মন' ছবিটি বেশ আলোচিত হয়েছে। প্রশংসিত হয়েছে তার অভিনয়। অন্যদিকে ববিও কম যান না। কচ্ছপ গতিতে নিজের ক্যারিয়ারকে শক্ত করছেন আবেদনময়ী এ অভিনেত্রী। ছবির সংখ্যা খুব বেশি না হলেও যেসব ছবিতে কাজ করেছেন তার বেশির ভাগই ব্যবসা-সফল হয়েছে।
বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের হোম প্রোডাকশনের ছবি 'রক্ষা' ও ওপার বাংলার বিক্রম চোপড়ার একটি ছবি নিয়ে। শিগগিরই বিক্রম চোপড়ার ছবিটির কাজ শুরু হবে বলে জানা গেছে। এতে আরও রয়েছেন ইন্দ্রনীল ও আসীম আজিম। ছবিটির সিংহভাগ শুটিং হবে ভূ-মধ্যসাগরের মাঝে প্রাকৃতিক নৈসর্গে ভরা ছোট্ট দেশ মাল্টায়। এছাড়া সব কিছু ঠিক থাকলে আগামী মাসে মুক্তি পেতে পারে তার 'অ্যাকশন জেসমিন' ছবিটি। ইফতেখার চৌধুরীর এ ছবিটি গত ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। বিভিন্ন প্রেক্ষাপট চিন্তা করে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। নারীকেন্দ্রিক এ ছবিটি ববির ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হবে বলে তিনি মনে করেন। শুভ ও ববির রসায়ন কেমন হবে তা সময়ই বলে দেবে। ভক্তদের প্রত্যাশা ফিল্মপাড়ায় আরও একটি নতুন জুটি গড়ে উঠতে যাচ্ছে।