এর আগে সমুদ্র সৈকতে একান্তে সময় কাটাতে গিয়ে ভক্তের ক্যামেরায় ফ্রেমবন্দী হয়েছিলেন বলিউডের অবিবাহিত 'দম্পতি' রণবীর-ক্যাটরিনা। ফের আরেক ভক্তের ক্যামেরায় তাদেরকে খুঁজে পাওয়া গেল মালদ্বীপে। এবারও কোন শুটিংয়ে নয়, পরিচিত পরিবেশকে বিদায় দিয়ে দু'জনে কয়েকটা দিন নিবিড় সান্নিধ্যে কাটাতে পাড়ি জমিয়েছেন ভিন্ন দেশে।
রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ দু'জনেই তাদের ঘনিষ্টতা নিয়ে বরাবরই গোপনীয় রক্ষা করে চলেন। তবে মিডিয়া আর ভার্চুয়াল জগতের কল্যাণে তাদের অনেক গোপনীয়তাই আর গোপন থাকে না। এবারও ঘটেছে তেমনই ঘটনা।
ব্যস্ততার ফাঁকে হঠাৎ ছুটি পেয়েই রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য গিয়েছিলেন মালদ্বীপে। সেখানেই দু'জনকে এক ফ্রেমে পেয়ে যান এক অনুরাগী। মালদ্বীপের এক বিমানবন্দরে সেই বিরল দৃশ্যটি ক্যামেরাবন্দী করতে ভুলে যাননি তিনি। আর সেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে নিজের কৃতিত্বও জানান দিয়েছেন।
ভিডিও লিঙ্ক:https://www.youtube.com/watch?v=Z_IIZL2PEAU
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল ২০১৫/ এস আহমেদ