শচীন টেন্ডুলকারের স্টাইলিস মেয়ে সারা শচীন টেন্ডুলকার খুব শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউডে। সারা তার প্রথম মুভিতে অভিনয় করতে যাচ্ছেন শহীদ কাপুরের বিপরীতে। খবর ইন্ডিয়া টুডে'র
খবরে বলা হয়, শহীদ ও সারার জুটি বেশ চমৎকার হবে। প্রতিবেদনে আরো বলা হয়, ছোটবেলা থেকেই সারা বলিউডে আসতেন। আর সে কারণেই সেখানে সবার পছন্দের ও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছেন তিনি। সবার বিশ্বাস, মিষ্টি, উচ্ছল, প্রাণবন্ত ও বাবার মতোই সাহসী সারা বলিউডে তার বিশেষ স্বাক্ষর রাখবেন।
বলিউড সেলিব্রেটিদের সন্তানদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলে। আর এই প্রতিযোগিতায় বর্তমানে মজবুত অবস্থানে আছেন ১৭ বছর বয়সী সারা। প্রাথমিকভাবে বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জানভি কাপুরের সঙ্গে চলছে সারার ব্যাপক প্রতিযোগিতা।
উল্লেখ, সারা টেন্ডলকার মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে তার পড়াশোনা শেষ করেছেন। টিভি অভিনেতা হিমান্স কোহলির সঙ্গে সারার প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুজব আছে।
বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল ২০১৫/শরীফ