একটি নয় দুটি নয় চার চারটি ছবি এক সাথে ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে। অর্থাত্ পরীমণির এক হালি ছবি সেন্সরবোর্ড অতিক্রম করেছে। এবার বড় পর্দায় উঠার পালা। যে ছবিগুলো ছাড়পত্র পেয়েছে সেগুলো হল নগর মাস্তান, রানা প্লাজা, লাভার নাম্বার ওয়ান ও আরো ভালো বাসবো তোমায়।
রাকিবুল ইসলাম রাকিবের নগর মাস্তান ছবিটি অনেক বাধা বিপত্তি পেরিয়ে ছাড়পত্র পায়। আর নজরুল ইসলাম খানের রানা প্লাজা ছবিটি পাড়ি দেয় নানা আপত্তি। মুক্তির আগেই অনেকটা আলোচনায় চলে আসে এই ছবিটি। সাভারের সেই রানা প্লাজার ট্র্যাজেডিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই ছবিটি সেন্সর বোর্ডে নানা বাধার মুখে পড়ে। শেষ পর্যন্ত এটি আলোর মুখ দেখেছে। এ ধারাবাহিকতায় যোগ হয় ‘লাভার নাম্বার ওয়ান’। ওমর ফারুকের পরিচালনায় এ ছবিটির পর সম্প্রতি ছাড়পত্র পেয়েছে এস এ হক অলিকের ‘আরো ভালো বাসবো তোমায়’। শাকিব খানের বিপরীতে পরীমণির এ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল এবারের ঈদুল ফিতরে। কিন্তু নানা প্রেক্ষাপট ও কিছু সমস্যার কারণে শেষ পর্যন্ত পিছিয়ে দেয়া হয় মুক্তির তারিখ। অথচ ঈদের ছবির মুক্তির মিছিলে শেষ পর্যন্ত অংশ নেয় এস এ হক অলিক।
ছবিটির ইউটার্নে পরীমণির ক্যারিয়ার কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। কারণ ঈদের সময় এমনিতেই সাধারণ মানুষ হলমুখো হয়। তার মধ্যে ছবির হিরো ছিল শাকিব খান ও হালের সেনসেশন পরীমণি। তাদের রসায়ন দর্শকরা ভালো ভাবে গ্রহণ করত বলে মনে করছেন অনেকে। আর এই ইউটার্নে অনেকটাই লাভবান হয়েছেন মাহি। যদিও এ দৌড়ে রয়েছে অপু বিশ্বাস কিন্তু মাহি বেশি লাভবান হয়েছেন। কারণ শাকিব খান ও অপু বিশ্বাসের লাভ ম্যারেজ ছবিটি মুক্তি পেয়েছে এই ঈদে। তাদের নিজস্ব ঘরানার কিছু দর্শক রয়েছে। এ জুটিকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন নেই।
অন্যদিকে মাহির ‘অগ্নি-২’ তে রয়েছে কলকাতার ওম। তাদের জন্য পরীমণি ও শাকিব খানের আরো ভালো বাসবো তোমায় ছবিটি হুমকি হতে পারত বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। ফলে পরীমণি ও শাকিব খানের জুটি এবার বড় পর্দায় না ওঠায় ফায়দা লুটতে পারেন মাহি ও ওম জুটি। সব মিলিয়ে ঈদের বড় পর্দা কেমন যায় সেটাই এখন দেখার অপেক্ষা।