শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর পরই শুরু হয়ে যায় ঈদের আনন্দ। চারদিকে ঈদের রোশনাই ছড়াতে থাকে। ক্রমাগত শুভেচ্ছা বাণী ছড়াতে ছড়াতে অস্থির হয়ে ওঠে মোবাইল। হোয়াটস অ্যাপ, ফেসবুক, টুইটার কিছুই বাদ থাকে না।
শুভেচ্ছা বাণীতে পিছিয়ে নেই বলিউড তারকারা। তাদের কেউ কেউ টুইট করেন চাঁদরাতে। এবার তেমন কিছু টুইট দেখে নেওয়া যাক—
অমিতাভ বচ্চন লিখেছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার কল্যাণ কামনা করছি।
কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর লিখেছেন, নমস্কার। সকল মুসলিম ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা।
‘দিওয়ানা’ তারকা ঋষি কাপুর লিখেছেন, শুভ সকাল দুনিয়া! সুখ শান্তি প্রেম ও বোঝাপড়া বাড়ুক। ঈদ উদযাপন করুন!
৮০-৯০ দশকের নাম্বার ওয়ান নায়িকা শ্রীদেবী লিখেছেন, ঈদের শুভেচ্ছা! দিনটি সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসুক।
‘দিল তো পাগল হ্যায়’ অভিনেত্রী মাধুরী এক বাক্যেই লিখেছেন, ঈদ মোবারক!
চাঁদরাতে কিং খান লিখেছেন, চাঁদ মোবারক। আল্লাহ আপনাকে পৃথিবীর সব সুন্দর দান করুন।
বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার লিখেছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা! খাবার উপভোগ করুন ও দিনটি ভাল কাটুক।
নববিবাহিত শহীদ কাপুর চাঁদরাতে লিখেন, চাঁদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা।
‘ব্যাং ব্যাং’ তারকা চাঁদরাতে লিখেছেন, বন্ধু ও পরিবারের সবাইকে ঈদ মুবারক.. আল্লাহু আকবর.. আল্লাহ মহান। তার প্রতি আমাদের সবচেয়ে বড় নিবেদন হলো সবার প্রতি ভালোবাসা।
‘হাইওয়ে’ তারকা আলিয়া লিখেছে, সবাইকে ঈদের শুভেচ্ছা। বাঁচো, হাসো ও খাও।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই ২০১৫/এস আহমেদ