‘ধুম-থ্রি’-এর বক্স-অফিস ধামাকার পর এবার ‘ধুম-ফোর’ তৈরির কথা ভাবছেন প্রযোজক আদিত্য চোপড়া। এই ছবির নতুন চমক হৃত্বিক রোশন-দীপিকা জুটি।
‘ধুম-টু’-এর পর আবার ধুম সিরিজে দেখা যাবে হৃত্বিক রোশনকে। শোনা যাচ্ছিল ধুম ফোর-এ সালমান কিংবা শাহরুখকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু শেষ অবধি হৃতিকের কাঁধেই পড়ছে চতুর্থ ধুম-এ ধুমাধুম দেখানোর পালা। প্রতিবারের মতো এবারও পুলিশের ভূমিকায় অভিষেক বচ্চন, উদয় চোপড়া ধুম ফোর-এও থাকছেন।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৫/মাহবুব