বড় পর্দায় স্থায়ী হওয়ার ইচ্ছা নিয়ে চলচ্চিত্র জগতে এসেছিলেন সাহারা। এক্সট্রা থেকে হিট নায়িকার তকমাও পেয়েছিলেন। কিন্তু বিয়ে তার জন্য কাল হয়ে দাঁড়াল। বিয়ের পর স্বামী ও শ্বশুর বাড়ির বাধায় চলচ্চিত্রে ফিরতে পারছে না তিনি। এতে এখন মন খারাপ এই নায়িকার।
২০০৪ সালে ‘রুখে দাঁড়াও’ ছবির মাধ্যমে চিত্রজগতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ সাহারার। ২০০৬ সালে শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবিতে অনবদ্য অভিনয় করে সেরা নায়িকার আসন দখল করে নেন তিনি। এরপর প্রচুর হিট ছবি উপহার দিয়ে আসছিলেন। কিন্তু ২০১৩ সালে গোপন বিয়ের পর অনেকটা গৃহবন্দি হয়ে পড়েন।
দীর্ঘদিন বিয়ের খবর গোপন রাখলেও চলতি বছর বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন সাহারা। সাহারার একটি ঘনিষ্ঠ সূত্র বলছে, সাহারা চাইলেও আর অভিনয়ে ফিরতে পারবেন না। কারণ সাহারার স্বামী ও স্বামীর পরিবার চান তাদের বউ পুরোদস্তুর গৃহিণী হবেন, অভিনেত্রী নয়। কিন্তু সাহারা চাচ্ছেন অন্য দশজন বিয়ে করা অভিনেত্রীর মতো সংসার ও অভিনয় চালিয়ে যেতে। এতে স্বামী ও স্বামীর পরিবার মত না দেওয়ায় প্রচণ্ড মানসিক চাপ ও মনোকষ্টে ভুগছেন সাহারা। নতুন সংসারে ঝড় ওঠুক এটি চান না বলেই মনের কষ্ট মনেই চেপে দিন কাটাচ্ছেন সাহারা।