প্রত্যাশাকেও ছাড়িয়ে গেল সালসান খানের নয়া সিনেমা বাজরাঙ্গি ভাইজান। তুমুল আলোচিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ঘরে তুলেছে ২৮ কোটি রুপি।
এই সাফল্যের নেপথ্যে মূলত তিনটি কারণকে চিহ্নিত করেছেন বলিউডের প্রযোজক-পরিবেশকরা। তাদের মতে, প্রথমত সালমান খানের নিজস্ব বিশাল ফ্যান-ক্লাব রয়েছে। দ্বিতীয়ত, ঈদে মুক্তি পাওয়ায় এই ছবি দেখতে বাড়তি উৎসাহ চোখে পড়েছে। সর্বোপরি, ছবিতে সল্লু মিয়াকে একেবারে অন্য রুপে দেখা গেছে।
সব মিলিয়ে বাজরাঙ্গি ভাইজান মুক্তির দিনেই ২৭-২৮ কোটি টাকা কামিয়ে নিয়েছে।
ভারতজুড়ে প্রায় ৫০০০ হলে মুক্তি দেওয়া হয়েছে বাজরাঙ্গি ভাইজান। এক প্রতিবেদনে জানা গেছে, প্রথম দিনে হলগুলোর ৯৫ শতাংশ আসন পূর্ণ ছিল।
প্রথম দিনের বাজার সম্পর্কে জানা গেছে, ভারতের কিছু বড় এবং সব ছোট শহরে সিনেমা হলগুলো হাউসফুল গেছে। এ ছাড়া মুম্বাই এবং জনপ্রিয় সিনেমা হলগুলোতে ভালো টিকিট বিক্রি হয়েছে।
আরো জানা গেছে, অগ্রিম টিকিটের ক্ষেত্রেও রেকর্ড তৈরি করেছে। আগামী তিন দিনের প্রায় সব অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।
ভারতের বাইরে ৩০টি দেশে ৮০০ সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে বাজরাঙ্গি ভাইজান। দুবাইয়ে সিনেমাটি বক্স অফিস রেকর্ড গড়বে বলে ধারণা করা হচ্ছে। সেখানেও অগ্রিম টিকিটের চাহিদা ছিল লক্ষণীয়।
বিডি-প্রতিদিন/১৯ জুলাই ২০১৫/ এস আহমেদ