শ্রোতাদের সঙ্গে আজ সোমবার সরাসরি আড্ডা দেবেন অভিনেত্রী পরীমণি। 'রেডিও আমার'-এর লাভগুরুর প্রোগ্রামে আজ রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকবেন হালের আলোচিত এই অভিনেত্রী। সরাসরি প্রচারিক এই অনুষ্ঠানে বলবেন তার বর্তমান ব্যস্ততা, কাজকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিছু কথা। উত্তর দেবেন শ্রোতাদের পাঠানো কিছু প্রশ্নের। সব মিলিয়ে ঈদের আনন্দ ভাগ করে নেবেন শ্রোতাদের সঙ্গে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, "রেডিওতে খুব একটা অংশ নেয় হয় না। এজন্য অনুভূতিটা একটু অন্যরকম।"
উল্লেখ্য, ঈদ উপলক্ষ্যে বেশ কয়েকটি টেলিভিশন প্রোগ্রামে অংশ নিয়েছেন পরীমণি। অংশ নিয়েছেন বেশ কয়েকটি লাইভ প্রোগ্রামে। এছাড়া আরও কয়েকটি প্রোগ্রাম প্রচারের অপেক্ষায় রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ জুলাই, ২০১৫/ রশিদা