বলিউডে ঈদ মানেই তিন খানের গল্প। ঘটা করে ঈদ পালন করেন তারা। এবারও তাই হয়েছে। আমির-শাহরুখ-সালমান- তিনজনেই বেশ জমপেশ ঈদ উৎসব কাটিয়েছেন।
আমির খানের কাছে ঈদ মানেই শৈশবের স্মৃতি। তার মনে পড়ে, শৈশবে কীভাবে ঈদ উদযাপন করতেন সবাইকে নিয়ে। আর বড়দের কাছ থেকে পাওয়া 'ঈদি' দিয়ে টুকটাক কেনাকাটা করতেন।
ছেলে আজাদ আর স্ত্রী কিরণ রাওকে সঙ্গে নিয়ে ঈদের দিনে বাড়ির সামনে এসে সবাইকে সাক্ষাৎ দিয়েছিলেন আমির। বাড়ির সামনে অপেক্ষমাণ সংবাদমাধ্যম কর্মীদের আমির ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, "আপনাদের সবাইকে কিরণ, আজাদ আর আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আমাদের জন্য আজ খুব আনন্দের একটা দিন। পরিবারের সবার সঙ্গে মিলে আনন্দ করার সময় আজ। আমির বলেন, একটু পর আমার 'আম্মি'র বাড়িতে যাব।"
এদিকে, আমিরের স্ত্রী কিরণ বলেন, ঈদ কী তা আজাদ এখন একটু একটু করে বুঝতে শিখছে। আর সাদা পাঞ্জাবি পরিহিত আমির তার শৈশব স্মৃতির কথা টেনে বলেন, 'শৈশবের ঈদের অনেক স্মৃতি আমার। আমি ঈদি দিতে নয় বরং নিতেই পছন্দ করতাম। আগে আমরা ২ থেকে ৫ রুপি ঈদি পেতাম। এটাই তখন আমাদের কাছে ছিল বিরাট ব্যাপার। আমরা ঈদি দিয়ে ঘুড়ি কিনতাম আর ওড়াতাম।'
আমির বলেন, 'আমি আজাদকে এগুলো শেখাচ্ছি। যদিও সে এখনো ঈদি পায়নি; কিন্তু আমি তাকে ঈদি দেব।'
অন্যদিকে দিনকাল ভালোই কাটছে বাকি দুই খানের। দীর্ঘ ছয় বছরের বৈরিতা শেষে গত নভেম্ব্বরে বলিউডের এই দুই খান আবারও দোস্তি করেন। এরপর থেকে ভালোই আছেন তারা। অন্তত দুজনের সম্পর্কের ক্ষেত্রে নতুন করে আর কোনো ঝুটঝামেলা তৈরি হয়নি। তাই তো ঈদের সময়ও দুজন শুভেচ্ছাবিনিময় করেছেন। তারা ফোনে 'ঈদ মোবারক' বিনিময় করেছেন। পাশাপাশি দুজন দুজনকে দাওয়াত করেছেন। কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারেননি।
শাহরুখ তার পরিবারকে সময় দিয়েছেন। ছোটদের তিনি ডেকে ডেকে ঈদি উপহার দেন। বড়দের কাছ থেকেও চেয়ে নেন।
অন্যদিকে সালমানও ধুমধাম আয়োজনে ঈদ পালন করেছেন। পরিবারের সবাইকে নিয়ে মজা করেছেন। পাশাপাশি সালমান তার ভাইদের নিয়ে দরিদ্র মানুষকে ঈদ-উপহার দিয়েছেন। এ ছাড়া খাবারও দিয়েছেন।