চ্যানেল আইতে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক 'হঠাৎ প্রিয়তমা'। আনিসুল হকের রচনা এবং শামীম শাহেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপি করিম, মূসা ইব্রাহীম প্রমুখ। শামীম শাহেদের নাটক মানেই ভিন্ন কিছু। আর এ নাটকে ভিন্নতা অভিনয়শিল্পী নির্বাচনে। এভারেস্ট জয়ী মূসা ইব্রাহীমকে নিয়েছেন অভিনয়ে। মূসাও মন খুলে অভিনয় করেছেন। তবে তিনি মনে করেন, এভারেস্ট জয় কঠিন, কিন্তু তার থেকেও বেশি কঠিন অভিনয় করা। তবে কঠিন কাজটি বেশ সাবলীলভাবেই করেছেন বলে দাবি নির্মাতা শামীম শাহেদের।